আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি ফুরিয়ে যাচ্ছি?

আর ভালোলাগে চাঁদনী রাত ......

মাঝে তাই মনেহয় যে আমি ও আমরা সবাই হয় ফুরিয়ে গেছি বা যচ্ছি। এত পত্রিকা এত সুন্দর সুন্দর ব্লগ --- এত লেখালেথি তারপরেও কোথাও কোন পরিবর্তন নেই। আছে শুধুই হুংকার, বাচালতা, দম্ভ, দোষাদুষি, পংকিলতা আর কাদা ছোড়ার নগ্ন প্রতিযোগীতা। দ্রব্যেমূল্যে লাগামহীন উর্দ্ধগতি, সন্ত্রাস, চাদাবাজির নগ্ন প্রতিযোগীতা। আমরা কেউ কেউ অনবরত লিখেই চলেছি, কেউ কেউ অন্যর ওপর দোষ দিয়ে চলেছি --- পরিবর্তনের কথা বলেও কথা রাখতে পারছিনা।

কেন যেন মনেহয় যে তত্বাবধায়ক সরকারের সময়ই ভাল ছিলাম। অন্তত অনেক কাছ ঘুষ ছাড়াই করেছি, এতটা সন্ত্রাসী অপততপরতা ছিলনা। না আমি তত্বাবধায়ক সরকারকে বৈধতা দেবার কথা বলছিনা। কিন্তু এটা বলছিযে আমি অনেকটাই ভাল ছিলাম। হয়ত আপনারা অনেকেই সহমত নন।

কিন্তু কি বলব আমার কাছে এটাই সত্য। টেলিফোনে চাদাবাজি বেড়েছে, ভাই ভাইয়ের রক্তে হাত রংগিন করছে, সামান্য কথায় খুন করা হচ্ছে ......... আরও কত কি। অথচ প্রশাসন যেন পেরে উঠছে না। অখচ এই প্রশাষণই তত্বাবধায়ক সরকারের সময় ছিল। তাহলে সমস্যা কোথায়? আসলে সমস্যা আমাদের নৈতিকতা, মূল্যবোধ এবং ইচ্ছায়।

কেন যেন মনেহয় আমরা চাইনা আমাদের কিছু হোক। তাই লিখে-বলে কি লাভ আছে? হয়ত অথবা নয়ত। --------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।