আমাদের কথা খুঁজে নিন

   

ফুরিয়ে যাওয়ার আগে



ফুরিয়ে যাওয়ার আগে আজম মাহমুদ প্রিয়তম কষ্ট পাওয়ার কিছু নেই আমি মরে গেলে কিংবা একটি নদী শুকিয়ে গেলে। হাজার নদী, হাজার হৃদয় আজীবন থাকবে পৃথিবীতে প্রবহমান। তোমার দুঃখ পাওয়ার কিছু নেই, আমি হঠাৎ অন্ধ হয়ে গেলে কিংবা একটি প্রদীপ নিভে গেলে। লক্ষ চোখ লক্ষ প্রদীপ পৃথিবীর শেষ অব্দি জ্বলজ্বলে নক্ষত্র হয়ে থাকবে জ্বলে। বেদনায় দগ্ধ হওয়ার কিছু নেই, আমি মুখ ফিরিয়ে নিলে কিংবা একটি ভ্রমর সৌরভে প্রস্ফুটিত ফুলে না বসলে। নিযুত মুখ, নিযুত ভ্রমর প্রেমাবেগে ঊষ্ণ হতে হতে গলবেই গলবে। ফলে তোমার কোন ভয়ও নেই... ফুরিয়ে যাওয়ার আগে তুমি প্রস্ফুটিত হবেই প্রেমে প্রেমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।