আমাদের কথা খুঁজে নিন

   

সেক্যুলারিজম ও গনহত্যা.................

আগামী প্রজন্মের জন্যে স্বপ্নের বাংলাদেশ রেখে যেতে চাই।

পৃথিবীর সবচেয়ে বড় ঘাতকের (খুনি) নাম কি? ১. এডলফ হিটলার ২. জোসেফ স্টালিন ৩. মাউ সে তুং উত্তর দেয়ার আগে জেনে নিন কত মানব সন্তান তাদের শিকার হয়ে প্রান দিয়েছেন: এডলফ হিটলার শিকারের সংখ্যা গননা শুরু হয় দেড় কোটি থেকে সর্বোচ্চ ধরা হয় সাড়ে তিন কোটি। (এ সংখ্যার মধ্যে আছে স্টালিন-হিটলার জুটি যৌথ ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুন করা ২ কোটি) স্টালিনের শিকারের সংখ্যা গননা শুরু হয় ২ কোটি থেকে সাড়ে তিন, চার, পাচ কারো কারো মতে সংখ্যা ৬ কোটি। (এ সংখ্যার মধ্যে আছে স্টালিন-হিটলার জুটি যৌথ ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুন করা ২ কোটি) মাও সে তুং এর শিকার সংখ্যা ৩৫ লক্ষ থেকে ৮০ লক্ষ কারো কারো মতে এক কোটি। এ তিন জনের মধ্যে মিল হচ্ছে এরা নিজ নিজ দেশে সেক্যুলার শাসন প্রতিষ্টা করেন।

এরা সবাই মার্কসবাদের বিশ্বাসী এবং এদের অনুসারিরাই পৃথিবীতে সেক্যুলার রাষ্ট্র ধারনাকে প্রতিষ্ঠা করে। A লিস্টেড আরো কয়েকটা মানব শিকারীর নাম কিম ইল সু (উত্তর কোরিয়া ওয়ার্কারস পার্টি), মার্শাল টিটু (সাবেক যুগস্লাভিয়া), সাদ্দাম হোসেন, পল পট, (কম্বডিয়া), মোসতফা কামাল (তুর্কী)। আজ মিশরের সাধারন জনতার উপর যারা গুলি বর্ষণ (নিহত ৫০০ সম্ভবত) করেছে তারাও সেক্যুলার। ৯০০০ কিলোমিটার দুরে বাংলাদেশে বসে যারা এ দৃশ্য দেখে তালী বাজিয়েছে তারাও সেক্যুলা। বিনা মামলা বিনা ওয়ারেন্টে আদিলুর রহমানকে যারা জেলে নিয়েছে তারাও সেক্যুলার।

অন্যদিকে পেটে বোমা বেধে আত্মঘাতী হামলাকারী মৌলবাদীরা গলি মহল্লার দুই চারটা মেরেই টিভিতে চেহারা দেখায়, পত্রিকার লিড নিউজ হয়। আর যেসব গলিতে মৌলবাদিরা এসব করে সেসব গলির গডফাদার হচ্ছে সেই সেক্যুলাররা। হাটু বুদ্ধির মৌলবাদী আর ভামপেরি সেক্যুলার দুটাই মানব সভ্যতার বড় শত্রু এদের বর্জন করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.