আমাদের কথা খুঁজে নিন

   

বজ্রপাতে চার জনের মৃত্যু, আহত ৭

নওগাঁ, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে বজ পাতে কৃষক-শ্রমিকসহ চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নওগাঁর সাপাহারে গতকাল বজ পাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বিকালে উপজেলার দিঘীর হাট মুর্শিদা মিরাপাড়ার আনোয়ার হোসেন কিছু আদিবাসী মহিলা শ্রমিক নিয়ে তার ধান খেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ পাতে ঘটনাস্থলেই আনোয়ার ও শ্রমিক শ্রীমতি বুধুনী বেওয়া মারা যান। আহত হন শ্রমিক সুরুজ মনি, লবাণী ও মঙ্গলী রানী। ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব মহেশালী গ্রামে বজ্রপাতে কৃষক কালু মোহাম্মদের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন_ শহিদুল ইসলাম, আসাদুল, আক্কেল আলী ও ঝর্ণা বেগম। কুড়িগ্রামে বজ পাতে কৃষক ছুরত আলীর মৃত্যু হয়েছে। কচাকাটা থানার কচাকাটা স্কুল সংলগ্ন এলাকায় মাঠে আমন রোপণের সময় আকস্মিক বজ পাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.