নওগাঁ, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে বজ পাতে কৃষক-শ্রমিকসহ চারজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নওগাঁর সাপাহারে গতকাল বজ পাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বিকালে উপজেলার দিঘীর হাট মুর্শিদা মিরাপাড়ার আনোয়ার হোসেন কিছু আদিবাসী মহিলা শ্রমিক নিয়ে তার ধান খেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ পাতে ঘটনাস্থলেই আনোয়ার ও শ্রমিক শ্রীমতি বুধুনী বেওয়া মারা যান। আহত হন শ্রমিক সুরুজ মনি, লবাণী ও মঙ্গলী রানী। ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব মহেশালী গ্রামে বজ্রপাতে কৃষক কালু মোহাম্মদের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন_ শহিদুল ইসলাম, আসাদুল, আক্কেল আলী ও ঝর্ণা বেগম। কুড়িগ্রামে বজ পাতে কৃষক ছুরত আলীর মৃত্যু হয়েছে। কচাকাটা থানার কচাকাটা স্কুল সংলগ্ন এলাকায় মাঠে আমন রোপণের সময় আকস্মিক বজ পাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।