বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও আন্ধারমানিক খাল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, একটি ট্রলার ও দুটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চরাপুঁটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্যা ও আন্ধারমানিক ক্যাম্পের ওসি গাজী জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুটি মামলা করেছেন।
আটকৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের শেখ আজগর আলী (৩৫), একই উপজেলার বাঁশতলা গ্রামের শেখ আশরাফুল ইসলাম (৩২) ও শেখ নবির (২৫) এবং মংলা উপজেলার জয়মনি গ্রামের হাফিজুল সরদার (২২)।
চরাপুঁটিয়া ক্যাম্পের ওসি মিজানুর রহমান মোল্যা ও আন্ধারমানিক ক্যাম্পের ওসি গাজী জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।