আমাদের কথা খুঁজে নিন

   

অভিষেকের অপেক্ষায় ফাওয়াদ

অ্যাশেজ সিরিজেই পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার ফাওয়াদ আহমেদের অস্ট্রেলিয়া দলে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু মর্যাদার লড়াই বলে নতুন কাউকে নিয়ে অযথা ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাশেজে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। এক ম্যাচ আগেই তারা ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছে। টেস্ট সিরিজে দলে জায়গা না পেলেও সীমিত ওভারের দলে রয়েছেন ফাওয়াদ। গতকাল ওয়ানডে ও টি-২০ ম্যাচের জন্য ঘোষিত ১৮ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হয়েছে। জেভিয়ার ডোহার্তির পরিবর্তে দলে নেওয়া হয়েছে ৩১ বছর বয়সী ফাওয়াদকে। অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেন, 'জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ধারাবাহিকভাবে উইকেট পেয়েছে ফাওয়াদ। সে একজন ভালো ও পরিপক্ব লেগ স্পিনার। আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় সে কেমন করে সেটা চাই আমরা।' ফাওয়াদ ছাড়াও স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ এবং শন মার্শের সঙ্গে পেসার জস হ্যাজেল উডকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মিথকে নেওয়া হয়েছে মিশেল মার্শের পরিবর্তে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.