আমাদের কথা খুঁজে নিন

   

হিরু-পারভেজের অপেক্ষায় স্বজনরা

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এক মাস ধরে নিখোঁজ। ২৭ নভেম্বর কুমিল্লার হরিশ্চর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। এখনো স্বজনরা হিরু-পারভেজ ফিরে আসবেন এ আশায় পথ চেয়ে আছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিম জানান, ২৭ নভেম্বর রাত ১০টার দিকে কুমিল্লার হরিশ্চর এলাকা থেকে সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ ও লাকসামের বিএনপি নেতা জসিম উদ্দিনকে আটক করে র্যাব। রাত দেড়টায় র্যাব-১১-এর ডিএডি শাহজাহান আলী বিএনপি নেতা জসিম উদ্দিনকে লাকসাম থানায় হস্তান্তর করে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের কোনো সন্ধান দিতে পারেনি। তাদের দুজনের মুক্তির দাবিতে জেলা ও উপজেলায় আন্দোলন চলছে। সাইফুল ইসলাম হিরুর বোন সেলিনা আক্তার বলেন, আমার ভাই এ অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের অভিভাবক ছিলেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। তার দুই মেয়ে ও এক ছেলে পিতার পথ চেয়ে বসে আছে। হুমায়ুন কবির পারভেজের ভাই গোলাম ফারুক বলেন, আমার ভাই কখনো প্রতিপক্ষের সঙ্গেও খারাপ ব্যবহার করেনি। তার এক ছেলে ও দুই মেয়ে তাদের পিতার সন্ধান চায়। এ বিষয়ে র্যাব-১১ ক্রাইম প্রিভেশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর শাহেদ আহমেদ জানান, সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে আমরা আটক করিনি, আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.