আমাদের কথা খুঁজে নিন

   

টেন্ডুলকারের অপেক্ষায়

মুম্বাই ইন্ডিয়ানস সব শেষ আসরে আইপিএলের শিরোপা জয়ের পর আইপিএল থেকে অবসর নেন শচীন টেন্ডুলকার। তবে তখনই জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন তিনি। ইতোমধ্যে এই টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। চলতি আইপিএলে হাতে আঘাত পেয়েছিলেন শচীন। তারপর অস্ত্রোপচার করা হয়েছিল। পুরোপুরি সুস্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে নেটে অনুশীলন করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ানের ঘোষিত দলে জায়গাও পেয়েছেন তিনি। এটি শচীনের ক্যারিয়ারে শেষ চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। এবার টুর্নামেন্টে খেলার পর অবসর নিবেন রাজস্থান রয়েলসের তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ও। তাই ভক্তদের দৃষ্টি শচীন ও রাহুলের দিকে।

ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়া ৪০ বছর বয়সী টেন্ডুলকার গত ১৩ মে হাতে আঘাত পেয়েছিলেন। তারপর থেকে কোনো ম্যাচ খেলেননি। হায়দ্রাবাদ সানরাইজার্সের বিপক্ষে সে ম্যাচে ৩৮ রানে অপরাজিত থাকা অবস্থায় আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট করতে বাধ্য হন টেন্ডুলকার। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে শেষ পাঁচ ম্যাচ খেলতে পারেননি তিনি। শচীন না থাকায় মুম্বাইকে রোহিত শর্মা নেতৃত্ব দিয়ে প্রথমবারের মত শিরোপা এনে দেন।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে এ টি-২০ লিগ। তার আগে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাছাই পর্ব। তাই শচীন টেন্ডুলকারের অপেক্ষা যেন আর সহ্য হচ্ছে না। মিডিয়াকে বলেছেন, 'আইপিএল খেলার সময় হাতে আঘাত পেয়েছিলাম। এখন পুরোপুরি সুস্থ। আমি নেটে ব্যাটিং অনুশীলন করছি এবং চ্যাম্পিয়ন্স লিগের অপেক্ষায় আছি।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.