আমাদের কথা খুঁজে নিন

   

রায়ের অপেক্ষায় ম্যানিং

উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেওয়ার অভিযোগে অভিযুক্ত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং অপেক্ষা করছেন বিচারের রায়ের জন্য। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার ৯০ বছরেরও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, মঙ্গলবার থেকে রায় পড়া শুরু করেছেন বিচারক লিন্ড, পরে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ২৫ বছর বয়সী ম্যানিং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০১০ সালে বাগদাদে মোতায়েন থাকাকালে তিনি নিম্ন পর্যায়ের গোয়েন্দা বিশ্লেষক ছিলেন। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রের সাত লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা উইকিলিকস ওয়েবসাইটের হাতে তুলে দেন। বাগদাদে মার্কিন সেনাবাহিনীর অভিযানের প্রকাশিত একটি ভিডিও দেখে বিশ্বের অনেকেই মর্মাহত হন। বিবিসি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.