মঙ্গলবার মিয়ানমারে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা বারবারা মানজি এ খবর জানিয়েছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলীয় নিম্নভূমি থেকে যাত্রা শুরু করা রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি সোমবার রাতে প্রবল ঢেউয়ের তোড়ে একই রাজ্যের পাকতাও টাউন উপকূলের পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে জানান বারবারা।
এ ঘটনায় অজ্ঞাত সংখ্যাক মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পশ্চিম মিয়ানমারে শরণার্থী শিবিরগুলোতে বসবাস করা প্রায় ২০ হাজার রোহিঙ্গার জন্য ঘূর্ণিঝড় মহাসেন “প্রাণসংশয়ী পরিস্থিতি” তৈরি করতে পারে বলে গত সপ্তাহে হুঁশিয়ার করেছিল জাতিসংঘ।
গত বছর দেশটির সংখ্যাগুরু বৌদ্ধ রাখাইনদের হামলায় ঘরবাড়ি হারিয়েছিল এসব সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।