কোচ উজ্জ্বল চক্রবর্তী শিবু জানান, “২৫ এপ্রিল থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলে কয়েক জন ভালো ফুটবলার আছে। তাদের ঠিক মতো পরিচর্যা করতে পারলে বড় মাপের ফুটবলারে পরিণত করা সম্ভব।”
“আমাদের লক্ষ্য অন্তত তিনটি ম্যাচ জেতা। লাওস, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে জেতা সম্ভব।”
৬ দলের এই প্রতিযেগিতায় বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশ দল: মোহাম্মদ রাজা শেখ, মোহাম্মদ শাওন, মাহাদুদ হোসাইন ফাহিম, মোহাম্মদ স্বপন মিয়া, সৌরভ সরকার, মোহাম্মদ রোমান, মোহাম্মদ মাইনুল ইসলাম, আল-আমিন, বোরহানউদ্দিন, আজহারুল ইসলাম, মিনহাজুর আবেদীন রাকিব (অধিনায়ক), অন্তর কুমার, সাইফ মাহমুদ, রাজীব ইসলাম, জয়নাল আবেদীন দীপু, মোহাম্মদ রিপন শেখ, আনন্দ কুমার দাস, মিলন কুমার দাস, মোহাম্মদ রাকিব হোসাইন, নয়ন মিয়া ও রেজুয়ান কবির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।