প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
পথের মানুষ
শাফিক আফতাব.................
একটি গোলাপের জন্য হন্য হয়ে ঘুরেছি তোমার পিছে
যদি একবার ফিরে দেখো,
একটু ভালোবাসার জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘরাত
যদি জ্বালো একটু আলো।
এতটুকু প্রেমের জন্য ত্যাগ করেছি পৈত্রিক সম্পত্তি
যদি তোমার ঐশ্বর্যে ভরিয়ে দাও।
একটু স্পর্শের জন্য আমি রাজপ্রাসাদের ভোজন ছেড়েছি
যদি অনুভবের ওমে ঋদ্ধ করো।
তোমার জন্য আমি পথের মানুষ
তুব যদি ভালোবেসে কাছে আসো।
১৯.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।