ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ !
আজকাল নিজেকে ও বিশ্বাস করতে ভীষণ ভয় হয়, ভীষণ !
আমার কবিতার নির্বোধ শব্দেরা হঠাৎ হঠাৎ স্ব শব্দে হেসে উঠে।
আমাকে ব্যঙ্গ করে। আমার অতীত গুলোকে কানের কাছে এসে ফিস ফিস করে বলে ।
আমার ভীষণ লজ্জা হয়। মাথার ভিতর কি যেন খেলে !
প্রিয়তা !
আমার একমাত্র কবিতার একনিষ্ঠ পাঠিকা ।
নিঃঙ্গতার নৈঃশব্দের উৎসবের প্রধান বক্তা আমি হতে চাইনি !
একবার দেখুন ! কেবল একবার ভাল করে দেখুন ...
আমার কবিতার শব্দেরা আজ কেমন নির্মম হয়ে গেছে !
মনে করুন প্রিয়তা,
নিয়নে নির্বাক নিশ্চুপ কোলাহল হয়ে,
একদিন এই শহরের বুকে আমার প্রথম বেওয়ারিস বর্ষা হওয়ার গল্প !
নাগরিক নগ্ণতার দেয়াল দেয়ালে আর্তনাদের পেরেক ঢুকিয়ে কবি হওয়ার স্বপ্ন !
রূপালী রূক্ষতার অনিমেষ আঁধারে পরাজিত দিন গুলোর কথা !
অনন্ত নীলের উপেক্ষিত উপমার স্থবিরতা !
প্রিয়তা !
একি জীবন ! নাকি,
অনাবিল ব্যথার এক ডুব সাতার ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।