লস্কর-ই-তৈয়বার বোমা বিশেষজ্ঞ আবদুল করিম টুন্ডা কেবল নিজেই জঙ্গি সদস্য নন, তার সাত সন্তানের মধ্যে তৃতীয় ছেলে আবদুল ওয়ারিস এবং নাতি আফতাবও জঙ্গি গোষ্ঠীর সদস্য। সম্প্রতি গ্রেফতার হয়ে দিলি্ল পুলিশের হেফাজতে দেওয়া স্বীকারোক্তিতে এ তথ্য জানিয়েছেন টুন্ডা নিজেই। তার ২০ বছর বয়সী ছেলে ওয়ারিস ২০০০ সালে একটি চোরাচালানি বহরসহ কাশ্মীরে গ্রেফতার হয়েছিলেন। ২০০৮ সাল পর্যন্ত কারাভোগ করেন। মুক্তির পর ফের পাকিস্তানে পালিয়ে যান ওয়ারিস। সূত্র জানিয়েছে, বিভিন্ন পরিচয়ে গ্রেফতার হওয়া ওয়ারিস যে টুন্ডার ছেলে, এ কথাও কেউ জানত না। জানা গেছে, টুন্ডার দুই ভাই আবদুল হক ও আবদুল মালিককেও সন্দেহভাজন মনে করা হয়। কারণ আবদুল হক একবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। গোয়েন্দা জিজ্ঞাসাবাদে জানা যায়, টুন্ডা ও তার পরিবার লস্কর-ই-তৈয়বা, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে নিয়মিত অর্থ পান। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।