প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে। মানে কেউ এই অবশ্যম্ভাবি কাজ হতে পালাতে পারবনো। মৃত্যুর গুরুত্ত খুব বেশী এমনকি হায়াত বা জীবনের তুলনায়ও।
১. জন্ম যা হায়াত বা জীবনের সুচনা সেখানে দেখা যায় একবার মাত্র গোসলের হুকুম রয়েছে তাও ফরজ নয়। কিন্তু মৃত্যুর জন্যে তিনটি পর্যন্ত গোসলের হুকুম এসেছে।
২. জন্মের পর শিশুকে মা বাবার ভালবাসায় সাজানো গোছান হয়। কিন্তু মৃত ব্যক্তিকে প্রভূর ভালবাসায়।
৩. শিশু যা হায়াতের প্রথম পর্যায়ে তাকে অনেক সময় পুরোন কাপড়েও বরণ করতে দেখা যায় কিন্তু জানাজাকে নতুন কাপড়ে আতর ও কাফুরের সুগন্ধি দিয়ে বিদায় দেয়া হয়।
৪. কোরানের কথায় খোদার জিকির বা পথ থেকে যারা দুরে চলে যায় তারা প্রায় মৃত অথবা কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, মন বা আকল থাকতে বোঝেনা ইত্যাদি কিন্তু যারা খোদা ও রাসুলের পথে মৃত্যু বরন করে তারাই সফলকাম হয় এবং তাদেরকে মৃত বলার জন্য বারণ করা হয়েছে বরং তারা জীবিত এবং খোদার পক্ষ হতে তাদেরকে রিজিক দেয়া হয়।
৫.হাদীসে মৃত্যুকে খোদার নৈকট্য হাসিলের জন্য ব্রিজ বা সেতু স্বরূপ বলা হয়েছে।
আরও অনেক সুন্দর সুন্দর কথা হয়তো মৃত্যুর জন্য দেখা যায়। তাই যারা সত্য পথের পথিক তারা কখনই তা থেকে ভীত হননা। ভয় তারাই পায় যাদের ঈমান নড়বড়ে বা কমজোর। আর এ কথার প্রমান কারবালার ময়দানে আমরা দেখতে পাই। হাজার হাজার এজিদ সৈন্যের মোকাবেলায় মাত্র ৭২ জন সৎ ও মহান ব্যক্তিদের দেখা যায়।
সেখানে মুত্যুর ভয় বলতে কিছুই ছিলনা। ইমাম হোসায়ন(সা.) যখন সাথীদের সাথে নামাজ পড়তে দাড়ালেন, কয়েকজন আশেকে ইমাম শত্রুর তীর যাতে ইমামকে বিদ্ধ না হয়, সামনে গিয়ে দাড়ালেন। আর সব তীর তাদের বক্ষে বিদ্ধ হল। কই মৃত্যুর কথাতো একবারও তারা মুখে আনেননি। আলী আকবর যখন রণাঙ্গন হতে ফিরে এসে বাবার কাছে পানির তলব করলেন ইমাম তখন জিজ্ঞেস করেছিলেন কি ব্যপার ফিরে এলে যে, তুমি কি মৃত্যু হতে ভয় পাচ্ছ? মৃত্যুকে তুমি কেমন মনে কর? উত্তরে আলী আকবর বলেছিলেন বাবা আমরা কি হক পথে নই? ইমাম বল্লেন অবশ্যই আমরা হক পথে রয়েছি।
আকবর বল্লেন তাহলে কি ভয়, মৃত্যুকে আমি মধুর চেয়ে মিষ্টি মনে করি, বলেছিলেন বাবা, তাহলে কোন ভয় নেই, মৃত্যু আমার উপর ঝাঁপিয়ে পরুক বা আমি মৃত্যুর উপর।
এখন আমাদের আমল দ্বারা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং সৎপথে থেকে আল্লাহর রেজায়ত নিতে হবে। যাতে মৃত্যুর ভয় আমাদেরকে চেপে না ধরে। আমরা কি পারবোনা তা করতে? না বলে কোন কথা নেই, অবশ্যই পারবো এবং পারতে হবে আমাদের যাতে মৃত্যুকে পরাজিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।