হাফিজুর রহমান
আমি মৃত্যুকে দেখেছি, জীবন্ত মৃত্যু
ময়দানে ঘাসের উপর দিয়ে
রক্তাক্ত আর নষ্ট পা টেনে টেনে
ক্রাচে ভর করে যেতে দেখেছি
গোলাগুলি নয়
ভয়ানক খুনী আয়ুর মাদুলী হাতে
খেজুর রসকাটা ছেনী নিয়ে যাচ্ছে
বাঁক পেরুলেই মৃত্যুর দ্বার দেখা যাবে
তোরণ পেরুলে মনে হবে
এতো বধ্যভূমি নয়, মানুষের বাঁচার আলয়
তবু ভয়াল যম এখানে তার তাবু ফেলেছে
মহামারির মত মৃত্যুর বন্যা দিকে দিকে
এখানে কীই বা আছে আর
মানুষের খুলি, মগজ, রক্তমাখা জামা
চোখের কর্নিয়া পড়ে আছে মরে
কানের ককলিয়া
জীবন্ত মৃত্যু!
দু'দশকের সোনালী সূর্যের মৃত্যু!
মানুষের মৃত্যু দেখেছি
এখানে হাতে হাতে মৃত্যু বিলানো হয়
গলা কেটে কেটে
লাশ জমে থাকে ময়দানে
পচা ময়দার বস্তার মত
মেধারাও মরে যাক
অশোভন আর কি?
মৃত্যুশীল ধরনীর আজন্মই মৃত্যু
মৃত্যু দেখে দেখে একদিন মরে যাবো।
৩/৪/১৯৯৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।