জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব
রুপালী আকাশ চাঁদের আলোয় ঝলমল ;
বিশাল আকাশে দারিদ্রের ছিটেফেটা নেই
রাতের প্রকৃতি ঢেলে দিয়েছে অপার সৌন্দর্য্য
আর আমি ভাবছি- কাল বাঁচবো তো ?
বিশ্বাস করুন! এই একটি মাত্র জামা আমার
আমার মতই মলিন- বিবর্ণ
সার্ফ-এক্সেল দিয়ে ধুয়েছি অনেকবার
‘এক মিনিট’ নয়, শত মিনিটেও হয়নি
সহস্র কালের বঞ্চনার সাক্ষী ওরা
সে তো যাবার নয়.....
বসন্তের বাতাস বইছে চারিধারে
কোকিল ডেকে চলেছে অবিরত
কিন্তু তাতে আমার কি? কেউ তো আর
বকুল ফুলের মালা হাতে বসে নেই
আমার জন্য, কোকিলের গান- নকিয়ার
পলিফনিক রিং টোনের মতই মনে হয়।।
আমি খেঁটে খাওয়া আধপোড়া ‘মরা’
দু:খ কিনি, স্বপ্ন খাই, আশা পোড়াই
ছুটে চলি- বেঁচে থাকি- অনুভূতিহীন
আমি পথের মানুষ, একলা মানুষ
আমার আবার দু:খ কিসের ??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।