MuNNa
রাত ১২:২৭, ১৪ ফেব্রুয়ারি !
একটু আগে মিলিকে প্রপোজ করার মত দুঃসাহসী কাজটা করে ফেলেছে নাফি ! ফোনেই বলতে হয়েছে, সামনা-সামনি বলার সাহস পায় নি আসলে ! উত্তর দেয়ার আগে কিছুক্ষণ সময় চেয়ে নিয়েছে মিলি ! ওর জবাবের জন্য অপেক্ষা করছে এখন ! প্রচণ্ড টেনশনে ঘামছে ! একহাতে সিগারেট, অন্যহাতে মোবাইলটা একটু পর পর চেক করা চলছে ! বেচারা খেয়াল করেনি বিকেলবেলা বৃষ্টির কারণে ছাদের কোনাটা পিছলা হয়ে আছে ! পায়চারি করতে করতে ছাদের পিছলা কর্নারের দিকে এগিয়ে যাচ্ছে ভুলোমনা ছেলেটা !
১০ মিনিট পর...
অনেক ভেবে-চিন্তে আর কিছু খুঁজে না পেয়ে শুধু একটা শব্দ লিখেই মেসেজটা সেন্ড করে দিয়েছে মিলি ! ধুরু-ধুরু বুকে অপেক্ষা করছে, কিন্তু সেটা আর কখনোই দেখা হল না নাফির !
২ দিন পর...
সব কিছু জানার পর প্রচণ্ড মন খারাপ করে ক্যাম্পাসের ঘাসে বসে আছে মিলি !
“ধুর পাগলী, সব ঠিক হয়ে যাবে, এত্ত টেনশনের কি আছে ”, মিলির বেস্ট ফ্রেন্ড তানি সকাল থেকেই ওর মনটা ভাল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মিলির মনটা কিছুতেই মানতে চাইছে না ! শেষে না পারতে হাল ছেড়ে দিয়ে চলে গেল তানি !
[আহা ! মন খারাপ করার কি আছে ? গল্পটা শেষ হয়নি এখনও ! আর সব কিছু না জেনেই মন খারাপ করাটা কি ঠিক ? আসেন বাকিটা যেনে নেই ! ]
ছাদ থেকে পড়ে মরার জন্য নাফির জন্ম হয়নি, অন্তত ও তাই মনে করে ! হটাৎ পিছলাটা সামলাতে গিয়ে ঘামে ভেজা হাত থেকে মোবাইলটা সরাসরি পাশের ড্রেনে ! আর পাওয়ার সম্ভব্বনা নেই...
উত্তরটা জানা হল না তাই...
কি আর করা... আবার সেই প্রথম থেকেই শুরু করতে হবে সব...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।