আমাদের কথা খুঁজে নিন

   

ফোকাস কোচিং সেন্টারে ভাঙচুর

ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড় এলাকায় মানিক প্লাজার তৃতীয় তলায় শিবির নিয়ন্ত্রিত ফোকাস কোচিং সেন্টারে ভাঙচুর করেছে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় তারা স্থানীয় মানিক প্লাজার দ্বিতীয় তলায় ময়মনসিংহ প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটেও আগুন দেয়। পরে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

শিবির কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনের রগ কেটে নেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে গতকাল বিকাল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায়। এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি তাজউদ্দিন আহমেদ রানা। শহরের নতুন বাজার মোড় এলাকার মানিক প্লাজার স্বত্বাধিকারী শওকত আলী মানিক জানান, জামায়াতি প্রতিষ্ঠান ভেবে ছাত্রলীগ অতর্কিতভাবে প্লাজার দ্বিতীয় তলায় ময়মনসিংহ প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৮ থেকে ১০টি কম্পিউটার ভাঙচুর শেষে আগুন দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.