কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজার। সেখানে অনেক মজার পাশাপাশি একটা বিচিত্র বা অলৈকিক ব্যাপার ঘটেছিল। সেটায় এখন শেয়ার করছি।
একদিন সন্ধায় ঠিক টাইম টা মনি নাই তবে সম্ভবত মাগরিবের আজানের ১০ থেকে ১৫ মিনিট পরে হবে, আমরা বসে ছিলাম হিমছড়িতে ঠিক সমুদ্রের পাশে। আমাদের কাছে ছিল একটা ডিজিটাল ক্যামেরা।
আমার সাথে ছিল আমার এক মামা। তো ওনার খায়েশ হল একটা ছবি তোলার। আমি ক্যামেরা নিয়ে তার ছবি তুললাম। কিন্তু আশ্চর্য হলাম যখন দেখলাম মামার ছবি পেছনে একটি মানুষ আকৃতির কিছু একটা ছুটে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন তখন ওই সময় আমাদের পেছনে কেউ ছিল না একমাত্র সমুদ্র ছাড়া।
খুব ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে উঠে পড়লাম সেখান থেকে। সমুদ্রপাড় থেকে রাস্তায় আসার পর দেখা হল একজন বেশ বয়স্ক লোকের সাথে। উনাকে ছবিটা দেখালাম। উনি বললেন এই জায়গাটা ভাল না।
আপনারা এখন এখানে কি করছেন, এখনি এখান থেকে চলে যান। এই কথা শোনার পর আমরা দিলাম দৈাড়। ছবি টা দিলাম দেখেন আপনারা সবাই। আমি এখনও বুঝতে পারি না এটার কারন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।