কথা রাখনি বলে
আমি তোমাকে প্রতারক বলবনা
তুমি ভুলতে পেরেছ জেনে
এটুকু বলতে হয় তুমি মহয়সি
আমার দেয়ার মতো ছিলই বা কি
যা তোমার রুপপটে বাজার দাম হতো!
শূন্যতা যাকে হাতছানি দিয়ে ডাকে
রিক্ততা যার পিছু ছাড়েনা
সে আমি তা তোমি বুঝতে পেরেছ,
আমার দ্বীপশিখা গুলো মিটি মিটি জ্বলছে
ক্ষনিক সময়ের মুসাফির আমি
যাকে তোমাদের সমাজ জিনুক দামে কেনে।
এক মুটো অন্ন দিয়ে
বিদায় করার মতো বিখারী
ভেবে যে ভাল বাসার পংক্তি আমাকে
শুনিয়েছিলে তা হয়তো কোন দার করা কবিতা....
হয়তো মনের অজান্তেই পাঠ করেছিলাম তোমার সুরে সুর মিলাতে
ভুল শব্দ আর কতটুকু প্রাণ পেতে পারে?
জীবনের অবিচল চলা
আজো থামেনি,
এবার আর কনো কামিনীর প্রত্যাশায়
পথ চলা নয়.
নিরন্তন এই চলা শুধুই পথের খুজে.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।