মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
মায়ের সঙ্গে প্রীতি জিনতা
নতুন মুভির কাজের জন্য আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে
প্রীতি জিনতা একটি বিরতি নিচ্ছেন। তিনি থাইল্যান্ডে তার এই অবসর যাপন করছেন। এই যাত্রায় তার সঙ্গে কোন বন্ধু-বান্ধব
নেই তবে আছে মা। মায়ের সঙ্গে নিজের সম্পর্কটা জোরালো করতে যেন এটাই সুবর্ণ সময়। প্রীতি অনলাইনে জানিয়েছেন, এই সময়টুকুতে তিনি নিজের কোন খোঁজখবর কাউকে দিবেন না।
বরং বাকি সবকিছু থেকে দূরে থেকে তিনি মায়ের সঙ্গেই সময় কাটাবেন। বিশ্ব মা দিবসে প্রীতির এই অবসরটুকু আশা করি ভালই কেটেছে। উল্লেখ্য, হার পাল শিরোনামে
প্রীতি জিনতার একটি মুভি এখন পোস্ট-প্রোডাকশনে আছে।
বন্ধুবৎসল লিন্ডসে লোহান
অভিনেত্রী লিন্ডসে লোহান তার বিরুদ্ধে আনীত মাদকাসক্ত হওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, মাদক নয় ব্যক্তিগত জীবনই তার মুভির ক্যারিয়ারে প্রভাব ফেলছে।
অসংখ্য ভাল বন্ধু তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সঙ্গেই তিনি বাইরে বেড়াতে যান। যেহেতু তার বয়স এখন ২৩ তাই তিনি দাবি করছেন এই অধিকার তার আছে। তার এই বন্ধুবৎসল উচ্ছল জীবনই তার ক্যারিয়ারের ক্ষতি করছে বলে ধারণা। তবে এটা ঠিক যে, তিনি জোর দিয়ে তার মাদক সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।
১৯৮৬ সালে জš§গ্রহণ করা লিন্ডসে লোহান শিশু মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। মাত্র ১১ বছর বয়সে ১৯৯৮ সালে ‘দি প্যারেন্ট ট্রাপ’এর মাধ্যমে তার মুভি ক্যারিয়ার শুরু।
থাইরয়েড ক্যান্সারের বিরুদ্ধে কাজল
থাইরয়েড ক্যান্সারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়। তাই যেন সামাজিক দায়িত্ব হিসেবে এই বিষয়ে সতর্কতা বাড়ানোর জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন সুপারস্টার অভিনেত্রী কাজল।
এই বছরে ‘মাই নেম ইজ খান’ মুক্তি এবং কয়েকটি কমার্শিয়ালে কাজ করার পর কাজল এবার একটি এনজিওর সঙ্গে সম্পৃক্ত হলেন। কাজল সেই এনজিওর সঙ্গে মিলিতভাবে থাইরয়েড ক্যান্সার নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবেন। কাজলের এই সমাজকর্মী রূপে ভূমিকা সবার ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে এ বছর শাহরুখ খানের সঙ্গে মাই নেম ইজ খানে কাজলের অসাধারণ অভিনয়ের প্রশংসা এখনও তাকে ঘিরে আবর্তিত হচ্ছে।
________
সাইফ সামির/শোবিজ/বাংলাদেশ প্রতিদিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।