আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা : এম জসীম



গুচ্ছ কবিতা -এম জসীম এক: যদিও তুমি চাঁদ দৃঢ় মৌনতায় ভুল করে জোসনা হইনা আমি সত্যি বুঝি উম্মাদ হয়ে গেছি নাকি ঢের বেশি তোমাকে পেয়েছি... দুই: বেদনার দীর্ঘশ্বাস ছুঁয়েছে অম্বর মৃত্তিকা শুষে নেয় যত কষ্ট আমার মূল্যহীন ভালবাসা আমার পড়ে থাকে শুধু তোমার অবজ্ঞার রাজত্বে....... তিন: হাসি - কান্না,রাগ- শোক আর যত অভিমান সবই মৃত্যুর অনুদান। চার: এখন বিরহ ভালো, কবি অন্তর পর জনম যদি থাকা যায় জঞ্জালহীন স্বপ্নাচ্ছন্ন। -এম জসীম ১৫ নভেম্বর -২০০৯ পাঁচ: সব ভুলে, সব ধূয়ে-মুছে গৌরবের সরোবরে হও পুতঃপবিত্র আমি রমনীহীন থাকি চিরবসন্তে..... ছয়: অন্তর্যাত্রায় অনুশোচনায় মেতেছো তুমি ? কেন, অন্তর্জলী করে প্রায়শ্চিত্তের এ বাসনা তোমার ? যে অন্তর্হিত পথে করেছে যাত্রা নি:সীম শূণ্যতায় সেতো অভিআনের নীলে রেঙেছে ভিষণ ফেরার পথ কোথায় আর..... সাত: অশ্বথের মতো প্রতিায় থাকতে থাকতে শেকড়-ডালপালা মরে যাবে একদিন পৃথিবীর সবকিছু হারিয়ে যাবে তবু মরা কাঠ হয়ে ঠাঁয় দাড়িয়ে থাকবো প্রতিক্ষায় শুধু তোমার প্রতিক্ষায় প্রিয়........ ৪.২.২০০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।