আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা: এম জসীম



গুচ্ছ কবিতা: এম জসীম- এক: জীবন, মৃত্যু আর তুমি এই তিন শুধুই আমার..... দুই: আমার হাঁড় ও আত্মায় মিশে আছো তুমি মৃত্যুও যাকে মুছে ফেলতে পারেনা......... তিন: ক্ষুদ্রতায় বিপর্যস্ত মানবিক চেতনা সামর্থ্য আর দাঁড়াতে পারেনা ব্যর্থতা, পরাজয় ঘিরে আছে এই সভ্যতা নপুংশক শষ্য ফুঁরে জন্মেনা বীজ শুধু নষ্ট জীবনের প্রায়শ্চিত্ত নৈশব্দে একই আত্মায় লীন দু:খ জমজ। চার: তুমি ভীষণ কাঁদাতে জানো নিজেও পারো কাঁদতে প্রসস্ত আকাশ তুমি আমি বিন্দু মেঘ.... পাঁচ: একটু একটু করে জমিয়ে রেখেছি আদর ত্রিশ বসন্ত যাবত সারারাত যেমন ফোঁটা- ফোঁটা শিশির জমায় সবুজ ঘাসের চাঁদর....... ছয়: তোমার বুকের পার্বত্য তাড়ায় ক্ষুধা বাড়ায় যাতনা অতপর: দিন শেষে গাঢ় আঁধারে ঢাকা আদিমতা..... এম জসীম- ৪ নভেম্বর-২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।