আমাদের কথা খুঁজে নিন

   

পথের সাথী হারিয়ে যাবি, কোথায় লুকাই তোরে........................

পরাঞ্জয়ী...

টিকেট কনফার্ম। চলে যাচ্ছ তুমি। আমাকে ফেলে চলে যাচ্ছ বললে খুব ন্যাকা ন্যাকা শোনাবে। তাই স্রেফ চলে যাচ্ছ। আমি তো কোনদিন তোমাকে ধরলামই না।

তুমি ছাড়বে আর কি? তোমাকে কিছুই দেইনি আমি। তুমিই শুধু দিয়ে গেলে। নিলামও নির্লজ্জের মত বারবার হাত পেতে। তোমার হাতের টিকেট টা দেখে বুকের মধ্যে খচ খচ করে উঠলো! নাহ প্রেম ভালবাসা কিছুই না। স্রেফ একটা শূন্যতাবোধ! বারবার শত বিপদে পাশে এসে বুঝিয়েছ "আমি আছি"।

কি মনে হয় জানো? তিনটি বছর আগে যদি কেউ হাত পা বেঁধে তোমার গলায় ঝুলিয়ে দিত আমাকে। হয়ত আজ এই বেসামাল জীবনের বোঝা বইতে হোতনা আমায়। এখন যে আর ভালবাসতে পারিনা আমি। বিশ্বাস করো পাগলের মত হাতড়েছি, দিগ্বিদিক ছুটেছি কোথাও যদি একটু ভালবাসা পাই! তোমার পায়ে এনে ফেলতাম। পেলাম না।

সব শেষ হয়ে গেছে। আজ প্রথম আমার হাত ধরলে। বললে "যখন কেউ থাকবে না, তখনও জেনো আমি আছি। লজ্জা পেও না। একবার ডেকো, আমি ধন্য হব"।

গলার কাছে অনুভূতির সাপটা ফণা তুলছিল। চোখের নদীতে বাণ আসতে চাইলো। সমস্ত শিরা উপশিরায় বিদ্রোহ শুরু হল "আজ কেউ আমারে একটুকু ভালবাসা দাও, এই মানুষ রূপি দেবতার পূজা দেব আমি"। নাহ কোথাও পেলাম না। কোথ্থাও না।

অপাত্রে সব ভালবাসাগুলো শেষ করলাম। কি কোরবো এখন?! আজও শূন্য হাতেই ফেরালাম তোমাকে। কি কোরবো?!! এমন কাঙাল তো জগতে আর কেউ নেই! ফেরাতেই হল। শুধু শ্রদ্ধা দিয়ে জীবন চলেনা। তার মধ্যে ভালবাসার কণাটুকু হলেও থাকতে হয়।

আর যাই পারি না কেন, তোমাকে ঠকাতে পারবো না। যার থেকে দু'হাত ভরে শুধু নিয়েছি তাকে ঠকিয়ে নিজেকে অতটা প্রবঞ্চনা আমি করতে পারবো না। ভালবাসায়ও মাঝে মাঝে কঠোর হতে হয়। ৩টি বছর আগে যদি ছিনিয়ে নিয়ে যেতে আমাকে! জোর করে তোমার ভালবাসার সূধা পান করাতে, আর যেমনই লাগুক তিক্ত বা কটূ লাগতো না সে আমি নিশ্চিত করে বলতে পারি! যেদিন অসুখে পড়ে হাসপাতালের বেডে শুয়ে নির্ঘুম রাত কাটছিলো, তুমিও সারারাত জেগে কাটালে আমার পাশে। যেদিন অনিশ্চিত ভবিষ্যতের হাত ধরে রাস্তায় নামলাম সেদিনও প্রতারিত বিক্ষিপ্ত এই আমাকে পথ দেখালে তুমি।

কিছুই চাওনি বিনিময়ে, এমনকি আমাকেও না। এতটা নির্লিপ্ত না হলেও তো পারতে! মানুষ কেন এমন করে? সঠিক মানুষ টাকে খুঁজে পায় চরম ভুল সময়ে এসে! এভাবেই কি কাটবে জীবনটা? নিজের অস্তিত্ব টাকেই মাঝে মাঝে অস্তিত্নহীন মনে হয়। মনে হয় একটা প্রেতাত্বা আমি! অষ্টপ্রহর এ ঘর থেকে ও ঘর ঘুরছি। কেউ দেখছে না আমাকে। কিংবা দেয়ালে টানানো কোন তৈলচিত্র।

নড়ে না, কিছু বলেনা,খালি নিষ্পলক চেয়ে থাকে! সবার কথা মত নিজের জন্যই বাঁচবো আমি। এসিড সার্ভাইভাল ফাউন্ডেশনে ঢুকবো সামনের মাস থেকে। ঝলসে যাওয়া ঐ বিভৎস শরীর আর মুখ গুলা অন্তঃত লুকিয়ে রাখা বীভৎস বিবেকহীন আত্মা গুলো থেকে অনেক ভাল। ভালবাসতে হলে না হয় তাদেরকেই বাসলাম। আর তুমি তো আছই।

যখন হাঁপিয়ে যাব, না হয় ছুটে যাবো তোমার কাছে। ভাবছো কত স্বার্থপর আমি? জানি তাও ভাবছো না। কিন্তু সব মানুষই কম বেশি স্বার্থপর। তুমিও স্বার্থপর। নইলে এত কিছুতেই এত ভালবাসা তোমার থাকতো?!! এইই ভালো হল বোধ হয়! কাছে ছিলে, তোমার মূল্য দিতে পারিনি অকৃতঞ্জ আমি! দূর থেকেই না হয় তোমার মূল্য গুনবো বসে বসে! তুমিও বুঝবে আমি কতটা বোকাই না ছিলাম! হয়ত দাড়িপাল্লায় মাপতে বসবে, আমি কতটুকু ভালবাসা আর পেতে পারি!! কিংবা আদৌও পেতে পারি কিনা।

মাত্র কয়েকটা দিন। তারপর হাজার মাইল দূরে তুমি। আমার একমাত্র বন্ধু, দূর্দিনের পাথেয়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।