সময়ের চাকা ঘুরে
স্মৃতিগুলো আসে উড়ে,
হাসায় কাদাঁয় বারেবারে
আবার শৈশবে যাই ফিরে।
পিছুডাকে আমাদের কথা,
মাঝে মাঝে জাগায় ব্যথা-
কখনো হয়েছি একা
কখনো পেয়েছি সঙ্গীর দেখা।
ছিল সাজানো সংসার-
আজ হয়েছে সব চুরমার!
মা-বা, ভাইবোন আর
একসাথে সময় হয়েছে পার।
মা-বাবা নেই আজ,
ছিলাম তাদের মাথার তাঁজ
হঠাৎ যেন পড়ল বাঁজ!
ভেঙ্গেগেল সকল সাজ।
আজ তাই বারেবারে
সেই মা'কে মনে পড়ে,
বাবা ছিলেন অতি আপন
ভাই বোন সুখের স্বপন।
আমি আজ একা তীরে
হাজারো স্মৃতির ভিড়ে,
সন্ধ্যায় ফিরি নীড়ে
আবার শৈশবে যাই ফিরে।
উৎসর্গ:- আমার প্রিয় মা'কে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।