শৈশবে এই পথে হেটেছি যে কতবার,
খালি পায়ে উদাসীন ঘুরে গেছি শতবার।
চিরচেনা মাঠ-ঘাট চির চেনা সুর;
সব যেন কাছ থেকে গেছে বহুদূর।
আজো আমি খুঁজে দেখি সেই নদীকূলে,
ফিরে কেউ আসে নতো চেনা সখা দলে।
উড়ে যায় গাঙচিল,সাদা বক আকাশের পানে,
কোথা থেকে কোথা যায়, কেউ কি তা জানে।
আজো দেখি কাঁশবনে শালিকের ঝাঁকে,
মাঝে মাঝে উড়ে যায় নদীটির বাঁকে।
দূরে দেখি ঢেউ গুলো গতি সঞ্চায়;
পাল তুলে আজো মাঝি সেই নৌকায়।
হেটে যাই নদীকূলে,দেখি যেতে যেতে;
বুনো কাক উড়ে যায় পারুদের ক্ষেতে।
মনে পড়ে এই ক্ষেতে কানামাছি ভোঁ-ভোঁ,
কখোনও কি ফিরে পাবো যারে পাবি তারে ছোঁ!
খুঁজে দেখি চেনা কেউ! আছে আসে পাসে।
হায়! সেই দিনগুলি আজ ফ্যাকাশে;
ফিরে আমি যাবো ওগো সেই দিনে কবে?
ডাংগুলি খেলে যাওয়া মেঠো শৈশবে।
বাঁশঝাড়,মেঠো পথ সব যেন আছে।
আমি নেই,সখা নেই ,নেই কিছু পাছে।
আজো দেখি তারা গুলি উঠে ঠিক দিকে;
চাঁদটাও আড়ি পাতে দূর থেকে থেকে।
সব আছে বেশ ওরা, আছে বৈভবে;
মন শুধু কেঁদে যায় ফিরে শৈশবে।
শৈশবে এই পথে হেটেছি যে কতবার,
খালি পায়ে উদাসীন ঘুরে গেছি শতবার।
চিরচেনা মাঠ-ঘাট চির চেনা সুর;
সব যেন কাছ থেকে গেছে বহুদূর।
আজো আমি খুঁজে দেখি সেই নদীকূলে,
ফিরে কেউ আসে নতো চেনা সখা দলে।
উড়ে যায় গাঙচিল,সাদা বক আকাশের পানে,
কোথা থেকে কোথা যায়, কেউ কি তা জানে।
আজো দেখি কাঁশবনে শালিকের ঝাঁকে,
মাঝে মাঝে উড়ে যায় নদীটির বাঁকে।
দূরে দেখি ঢেউ গুলো গতি সঞ্চায়;
পাল তুলে আজো মাঝি সেই নৌকায়।
হেটে যাই নদীকূলে,দেখি যেতে যেতে;
বুনো কাক উড়ে যায় পারুদের ক্ষেতে।
মনে পড়ে এই ক্ষেতে কানামাছি ভোঁ-ভোঁ,
কখোনও কি ফিরে পাবো যারে পাবি তারে ছোঁ!
খুঁজে দেখি চেনা কেউ! আছে আসে পাসে।
হায়! সেই দিনগুলি আজ ফ্যাকাশে;
ফিরে আমি যাবো ওগো সেই দিনে কবে?
ডাংগুলি খেলে যাওয়া মেঠো শৈশবে।
বাঁশঝাড়,মেঠো পথ সব যেন আছে।
আমি নেই,সখা নেই ,নেই কিছু পাছে।
আজো দেখি তারা গুলি উঠে ঠিক দিকে;
চাঁদটাও আড়ি পাতে দূর থেকে থেকে।
সব আছে বেশ ওরা, আছে বৈভবে;
মন শুধু কেঁদে যায় ফিরে শৈশবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।