আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাসে কি ফেরারী সাজে অস্তিত্ব..??

জ্ািননা

যখন বৃস্টির ফোটাগুলো গন্ডদেশ বেয়ে.. নামছে নামছে নোনা জলে একাকার হয়ে.. কেউ বুঝলোনা কেউ বোঝেনি.... বুকের ভেতর জমানো কস্টের ধারা... .নেমে গেলো বৃস্টির সাথে সাথে... আজ মুক্ত পাখির মতন সারাদিন কাকভেজা হবো.. বাধন কেটে গেলে ছন্নছাড়াই তো হয়ে যায়.... আর অবিশ্বাসে কি ফেরারী সাজে অস্তিত্ব..?? অজানাই থাক্‌ তত্ত্বীয় নীতিকথা.... কি হয় এসব দিয়ে.... নীতিরা জন্মই নেয় আর একটার পথ বাতলে দেবে বলে.... ছন্নছাড়াদের এতকিছু থাকে কি? নীতি,নিয়ম,পিছুটান...? কি সব ছাইপাশ ভাবনার দল.. আজ সব ভেসে যাক.. নোনা জল কস্টেধারা আর বৃস্টির জলে একাকার হয়ে.. এমন কি অনিয়ম হবে... অথবা কি বা যায় আসে এতে.....!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.