নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । শিরোনামের কথাগুলো হল কিছু স্লোগান, তা আশা করি আগেই বোঝা গিয়েছে। কিন্তু এই ২০১৩ সালে এসে এই কথা কেন? ১৯৫২ এর পর থেকে সময় তো কম গড়ায়নি! অল্প কথায় মহাকাব্যের উপসংহার টানি, কারণ সূচনা থেকে বিস্তার তো সবারই কম বেশি জানা। আজকে দুপুরে আড্ডায় বসে আমার জনৈক বন্ধু (নাম প্রকাশে অনিচ্ছুক) আমাকে হটাত প্রশ্ন করল, “আচ্ছা, যদি আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হয়, তাহলে তুই কি হবি? মুক্তিযোদ্ধা নাকি রাজাকার?” আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারিনি। এখন রাত ১০ টার বেশি বাজে। আমি এখনও কনফিউজড হয়ে আছি। আমার মোটামুটি বিশ্বাস যে আমার মত আরও ২০ কোটি মানুষও কনফিউজড। আরেকবার মুক্তিযুদ্ধ শুরু হলে আমি যদি শান্তি কমিটির চেয়ারম্যান হই তাহলে আমাকে দয়া করে দোষারোপ করবেন না। তখন আমার মুখে কোন স্লোগান থাকবে তাই ভাবছি…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।