১.ইউনিয়ন নির্বাচনের তৎকালীন পদ্ধতি ছিলো এরকম, ভিপি যদি মুসলিম হয় তো জিএস হবে হিন্দু এবং ভাইস ভার্সা
২. এক সেশনে ভিপি মুসলিম হলে অন্য সেশনে হবে হিন্দু
৩.১৯৪৭-৪৮ সেশনে গোলাম আযম জিএস নির্বাচিত হয়
৪.৪৮ সালের ২৭ নভেম্বর ছাত্রসমাবেশের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম ময়দানে ইউনিভার্সিটি ইউনিয়নের পক্ষ থেকে ।
৫.প্রধানমন্ত্রী লিয়াকত আলী কে শোনানোর জন্য মেমোরেন্ডাম তৈরী করা হয় । এতে পুর্ববাংলার বেশ কিছু দাবীদাওয়ার কথা উল্লেখ ছিলো । তবে সবচেয়ে গুরুত্বের সাথে রাষ্ট্রভাষা বাংলার ব্যাপারটা হাইলাইট করা হয়েছিলো।
৬. মুসলিম লীগ সরকারের রাষ্ট্রভাষা আন্দোলনের ব্যাপারে অপপ্রচার ছিলো যে এর পেছনে হিন্দুদের হাত আছে ।
৭.একারনেই সিদ্ধান্ত নেয়া হয় মেমোরেন্ডামটি ইউনিয়নের হিন্দু ভিপি পাঠ না করে মুসলিম জিএস গোলাম আযম পাঠ করবে ।
***তৎকালীন সাধারন ছাত্রনেতা গোলাম আযমের পরবর্তীতে জামায়াতের আমীর হওয়ার কারনে জামাতিদের বিরুদ্ধে করা উর্দুপ্রীতির অভিযোগ একারনেই জামাতীরা প্রত্যাখ্যান করতে সাহস পায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।