বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম ২ মাসে ২০১৩-১৪ (জুলাই-আগস্ট) মোট রপ্তানি আয় হয়েছে ৫০৩ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এ আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রা অধরাই রয়ে গেছে।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৫২৩ কোটি ৯৯ লাখ ডলার। কিন্তু আয় হয়েছে ৫০৩ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।
যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৮৬ শতাংশ কম। এর আগে জুলাই মাসের হিসাবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি ছিল।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, টানা ১১ মাস লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার পর জুলাই মাসে দেশে রপ্তানি আয় ইতিবাচক ধারায় ফিরেছিল। তবে এক মাসের ব্যবধানেই আবার পুরোনো চিত্র ফিরে এসেছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
একক মাস হিসেবে আগস্ট মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৮৫ শতাংশ কম হয়েছে। এ মাসে ২৫৪ কোটি ৩৭ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২০১ কোটি ৩৪ লাখ ডলার।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদেশে ভাবমুর্তি ক্ষুণ্ন হওয়া, ডলারের বিরুদ্ধে টাকার মান বেড়ে যাওয়ার কারণে ওভেন (শার্ট-প্যান্ট) পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চা, পাট ও পাটজাত দ্রব্যসহ বেশ কিছু পণ্যের রপ্তানি আশানুরূপ না হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।