আমাদের কথা খুঁজে নিন

   

শেরালী দুই-বন্দনা



পরথমে বন্দনা করি গো, ও হায়গো, আল্লাজীর চরণো, তার পরে বন্দনা করি গো, ও হায়গো, মা-বাপের চরণে। । পশ্চিমে বন্দনা করি গো, ও হায়গো, হজ মক্কার ঘর, সেই ঘরেতে নামায় পরে, হায়গো, দ্বীনরে মুসলমানো। । পুবেতে বন্দনা করি গো, ও হায়গো ,পুবে ভানুশ্বর, এক দিগেতে উদয় ভানু, হায়গো, চৌদিগে পশরো।

। দক্ষিনে বন্দনা করি গো, ও হায়গো, লমলুম্মা সায়র, সেই সায়রে ভাইসা চলে, কত সাধু সদাগরও। । উত্তুরে বন্দনা করি গো, ও হায়গো, হিমালয় পর্বত, সেই পর্বতে বসত করে, কত দেও আরও দানবো। ।

চাইর কোণা বন্দনা করি গো, ও হায়গো সবা করলাম থীরও, সোনার গাঁও বন্দনা করি গো, ও হয়গো, আশি হাজার পীরও। । আশি হাজার পীরও নহে গো, ও হায়গো নয় লাখ পয়গাম্বরও, নয় লাখ বাতি জ্বলতে আছে গো, সোনার গাঁও শহরও। । এই ব্লগেতে আছেন যত হায় গো, জ্ঞানী গুনী জনও, মুষলিম ভাই দের সালাম যানাই গো, ও হায়গো হিন্দুদের আদাবও।

। এই গরিবের নামটি যানাই গো, ও হায়গো, শের আলী মাওলাও, পিতার নামটি কেরামত ও গো, ও হায় গো মাতা শেফালীও। । বালুচরও গ্রামের নামটি গো, ও হায়গো, থানা জয় নগরও, জিলা নামটি গো, ও হায়গো, মুক্তিরও নগরও। ।

এই সবাতে গাইব আমি গো, ও হায়গো, বাংলাদেশের গানও, ভূলও ত্রুটি করবেন ক্ষমা গো, ও হায়গো নিজ মহৎ গুনে। । স্বরস্বতির চরণ ধরি গো, দাও মা, গলায় মধুর সুরও, বুকে দাও মা বলার সাহস গো, ওমা চিন্তায় মুক্ত মনও, তোমার গান মা তুমি গাইবা গো, ও মা আমি অধম হীনও। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.