আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
কয়েকদিন পর থেকে নতুন সেমিস্টার শুরু করতে যাচ্ছি......(দোয়া করবেন সবাই) আবার সেই ব্যস্ততা......... আচ্ছা বলুন ,এটা কি আমার দোষ??? আজ ছিল advisor এর সাথে registration + course title নিয়ে ব্যস্ততা... পছন্দ মতো subject পাওয়া যাচ্ছে না .....সিট ভরে যাচ্ছে...... তারমধ্যে আমার এক friend গতকাল এসেছে India থেকে , এসে ফোন দেয় ,আমি ছিলাম চিন্তিত +ব্যস্ত । কথার মাঝখানে বলে ওঠে...আমি নাকি 7 দিনে অনেক বদলে গেছি......এই নিয়ে ছোটখাট কথা কাটাকাটি হলো তারপর বলে, আমার সাথে আজ দেখা করবে.....আমি বলি কাল আমাকে IUB তে দৌড়ের উপর থাকতে হবে...... হুক করে রেখে দিয়ে...sms পাঠালো..আমার সাথে আজ থেকে আর কথা বলবে না.............. আমি ফোন করলে, কথা বলবো না বলে রেখে দেয়... আমি জানি , আমাকে তার sorry বলতে হবে.... ওহ .........!!!!! এটা কি আমার দোষ???? বুঝি না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।