ফাঁদ পাতা ছিলো বাড়ির খুব কাছেই
উড়তে না উড়তে ধরা পড়ে গেলাম আমি '
এ আর এমন কি - হামেশাই হচ্ছে - নসীবকে আমি মানি - কিন্তু দুর্মূখেরা বলে ভিন্ন কথা। আগে বলতো আড়ালে আবডালে কিন্তু এখন রয়ে সয়ে বলারও ধার ধারে না -
শতবার প্রেমের বন্ধন থেকে আমি মুক্ত হলাম
কিন্তু কি করি, আমার হৃদয়ই মুক্তির পরিপন্থী"
এ হলো নাকি আমার খাসলত। কিন্তু বিশ্বাস করুন এ সর্বৈব মিথ্যা কথা। পথ চলতে যখন জোড়ায় জোড়ায় কপোত কপোতীকে মুক্ত হাওয়ায় উড়তে দেখি বারবার নিজেকে বলি -
এ বাজারে আমার সওদা করার কিছু নেই।
কিন্তু নসীব থাকলে যা হয়।
কিছু লোকের কপালটাই নন্দগোপালের ন্যায় দুঃখে ভরা। প্রেমেতো অনেকেই পড়ে -হাতি,পাখি, তিমি, সিংহ এমনকি ডারউইন সাহেবের মতে আমাদের বুড়ো দাদাদের অকাতরে প্রেম করতে দেখেছি চিড়িয়াখানায় -
সেখানে হৃদয় যন্ত্রটা সবল থাকতে প্রেমে না পড়ে উপায় কি?
একারনেই বলি নসীব - প্রেমে যখন পড়লামই তো না হয় একবার জীবনে- তো তার স্বাদটা দেখি চেখে...
কিন্তু উপরওয়ালা বেজায় কন্টকহৃদয়, অন্তত আমার বেলায়। তার ইচ্ছেতেই কিনা কে জানে সে যে...
এদিকে আমি - শত সহস্র আর্তনাদ;
ওদিকে তুমি - এক পরমাশ্চর্য না - শোনা।
না না আপনি উপদেশ দিতে আসবেন না - উপদেশ দিবে উপদেষ্টা ,আপনি বন্ধুজন আপনি কেন বিনে ফি তে এই উপকারটা করতে যাবেন। পারেনতো ব্যথার ব্যথী হন নতুবা নিশ্চিন্তে আমাকে ফেলে যেতে পারেন।
আমি নিজেই এ আগুন নিভাতে পারবো। কিন্তু তা আর পারলাম কই-
এ এমন আগুন জ্বালালে জ্বলে না -নেভালে নেভে না
এ এক পরমাশ্চর্য মুসিবত। এদিকে আমার অবস্থা হেভি মেটাল গায়কের গিটারের মতো টান টান ছেড়া ছেড়া - আমি যে ভাষায়, যে ভঙ্গিতে হৃদয়ের কথা প্রকাশ করি উদাসীনতার সকল সীমা ছাড়িয়ে মহীয়সী রানী কিছুতেই কিছু না বোঝার ভান করে বলেন -কি? হে ঈশ্বর তিনি বোঝেন নি আর বুঝবেনও না- আমি সটকে আসি , পেছনে পড়ে থাকে নিন্দুকের কোলাহল।
সামনে আমার বন্ধনহীন অনন্ত পথ - মনে মনে নিজের দুর্ভাগ্যকে সাধুবাদ দেই -
সামনে আমার শত ফুলবন দেখার পাথেয় -
কিন্তু একি - প্রত্যেকটি গোলাপ ফিরে ফিরে আমার মনকে টানছে।
মনে হয় তার কাছে নিবেদন করে বলি
মানলাম আমি কিছুই না, তবু
একেবারে বনে খরচায় পেয়ে যাও মন্দ কি?
এরকম শত শত বাসনা পেয়ে বসে যার প্রত্যেকটির জন্য জীবন যায় যায় -
শেষে কোন কিছুই শিকেয় জোটে না- শেষে কেবল একটাই আকুতি বাকি থাকে
সব স্পর্ক ছিন্ন করো না, বন্ধু
আর যদি কিছু না থাকে তো শত্রুতাই থাক........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।