পঞ্চগড়ের আটোয়ারীতে গতকাল বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দিনাজপুরের বিরল ও পার্বতীপুর, মুন্সীগঞ্জের মেঘনা এবং রংপুরের বদরগঞ্জে কলেজছাত্র ও গৃহবধূসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পঞ্চগড় : গতকাল বিকালে বর্ষালুপাড়া সীমান্তের নাগর নদীর তীরে কাজ করার সময় বজ পাতে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- আলোয়াখোয়া ইউপির বর্ষালুপাড়া গ্রামের মিন্টু, পরিতোষ পাল, বিরেন সিং ও রামুপর গ্রামের পোহাতু পাল। এ সময় গুরুতর আহত কৃষ্ণ পালকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর : বিরলের রাজারামপুর গ্রামের গৃহবধূ বানী বালা রায় সকালে গৃহস্থালি কাজের জন্য বাড়ির বাইরে যায়। এ সময় বজ পাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে পার্বতীপুরের শেরপুরে বজ পাতে নুরনবী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ : সকালে চরঝাপটাস্থ মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ পাতে জিয়াউর রহমান ও কলেজছাত্র মামুন আহত হন। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত মামুন সদর উপজেলার চরঝাপটা গ্রামের মিজান বেপারির ছেলে ও মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র।
অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং একই গ্রামের জিয়াউর।
বদরগঞ্জ (রংপুর) : উপজেলার দামোদরপুর ইউনিয়নের পঞ্চায়েতপাড়ার আজগার মৌলভীর স্ত্রী মনোয়ারা বেগম দুপুরে ঘাস কাটতে বজ পাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।