আমাদের কথা খুঁজে নিন

   

অগ্রগতি নেই মামলার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সানাউলাহ নূর বাবু হত্যার তিন বছর আজ। গুনতে গুনতে তিনটি বছর পেরিয়ে গেলেও অগ্রগতি নেই চাঞ্চল্যকর এ হত্যা মামলার। মামালার সব আসামি এখন জামিনে মুক্ত। এদের মধ্যে প্রধান দুজন রয়েছেন জন প্রতিনিধির দুটি গুরুতত্বপূর্ণ পদে। তৃতীয় বর্ষপূর্তিতে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও পরিবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদে দোয়া ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। গত ৪ অক্টোবর বাবুর চাচা ও থানা যুবদলের সহসভাপতি আবুল বাশারকে একইভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা গুলি ও কুপিয়ে হত্যা করায় দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি বলে নাটোর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১০ সালের ৮ আক্টোবর বনপাড়া বাজারে প্রকাশ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বাবুকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.