আমাদের কথা খুঁজে নিন

   

প্রশংসিত শচীন দ্রাবিড়

জীবনের শেষ টি-২০ ম্যাচ খেললেন দুই ভারতীয় কিংবদন্তি। এই ম্যাচে শচীন টেন্ডুলকারের জয় হলেও রাহুল দ্রাবিড় প্রশংসা থেকে বঞ্চিত হননি। মুম্বাই ইন্ডিয়ানস-রাজস্থান রয়্যালসের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফাইনালে ভক্তরা মূলত গিয়েছিলেন দুই সেরা ক্রিকেটারের শেষ অ্যাকশন দেখতে। শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচের পর ভারতীয় মিডিয়া তো বটেই, তাদের প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়াও।

দি টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভক্তরা সেরা দুই ক্রিকেটারের শেষ অ্যাকশন দেখতে মাঠে এসেছে। এনডিটিভি তাদের ওয়েবসাইটে ম্যাচটাকে যে কোনো ফরমেটের ক্রিকেটের জন্য 'লাস্ট হুররে' বলে মন্তব্য করেছে। দি পাইওনিয়ার লিখেছে, 'এটা এমন ম্যাচ যা স্বর্গে তৈরি হয়েছে।' দি হিন্দু লিখেছে, 'এটি এমন এক ম্যাচ যেখানে দুই কিংবদন্তি তাদের শেষ ম্যাচ খেলছে একটি ফাইনালে।' এ ছাড়াও দৈনিক জাগরণ, হিন্দুস্তান টাইমস দুই গ্রেটকে প্রশংসায় ভাসিয়েছে। শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় সঙ্গে সৌরভ গাঙ্গুলী এবং লক্ষণকে মিলিয়ে ভারতীয় ক্রিকেটে বলা হয় 'ফ্যানটাস্টিক ফোর'। এই চারজনের দুজন সৌরভ ও লক্ষণ আগেই অবসর নিয়েছেন। এবার অবসর নিলেন শচীন ও দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটে বিজয়ের অসংখ্য মুহূর্ত এই চারজনের হাত দিয়েই এসেছে। বিজয়ের এমন মধুরলগ্ন হয়তো ভারতীয় ক্রিকেটে আরও অসংখ্য বার আসবে। কিন্তু চার মহান তারকাকে আর কখনোই ভক্তরা খেলার মাঠে দেখবে না। এই শূন্যতা পূরণ করার জন্য আরও একজন শচীন কিংবা আরও একজন দ্রাবিড়েরই প্রয়োজন।

কিন্তু সত্যিই কি শচীন টেন্ডুলকারের পুনরাগমন সম্ভব! রাহুল দ্রাবিড়ের মতো তারকারও কি পুনরাগমন সম্ভব! এটি কেবল অসংখ্য ভক্তের জিজ্ঞাসা হয়েই থাকবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.