ঈদ ও দুর্গাপূজা মিলে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। ঈদের ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও দুর্গাপূজার কারণে আজ সোমবার থেকেই ছুটির ঘণ্টা বাজছে। এর সঙ্গে যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। দু-দুটি বড় উৎসবের আগে গতকাল সপ্তাহের প্রথম দিন অফিস-আদালত খোলা থাকলেও দেখা গেছে ছুটির আমেজ। সচিবালয়ে রুটিন মাফিক কিছু কাজকর্ম ছাড়া সই হয়নি কোনো গুরুত্বপূর্ণ ফাইল। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী রবিবারের বিশেষ ছুটি নিয়ে আগেভাগেই চলে গেছেন গ্রামের বাড়িতে। তারা ছুটছেন নাড়ির টানে গ্রামের পথে। সচিবালয়ে দর্শনার্থীদেরও গতকাল খুঁজে পাওয়া যায়নি। ফলে পুরো সচিবালয় ছিল প্রায় ফাঁকা। তবে অফিসপাড়ায় ভিড় না থাকলেও শেষ মুহূর্তে নগদ টাকার প্রয়োজনে ব্যাংকগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঈদুল আজহার আগে শেষ লেনদেনে গতকাল মতিঝিল ব্যাংকপাড়ায় কর্মব্যস্ততা ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। গ্রাহকদের চাপ সামলাতে ব্যাংকগুলোতে আলাদা কাউন্টারও খুলতে হয়েছে। শুধু বাণিজ্যিক ব্যাংক নয়, কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা তুলতে ছিল দীর্ঘ লাইন। নগদ টাকার সরবরাহ নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগে বিকাল ৪টা পর্যন্ত টাকা তুলতে দেখা গেছে। টাকা তোলার জন্য বাণিজ্যিক ব্যাংকের কাউন্টারেও ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। ঘণ্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। অতিরিক্ত তারল্যের কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট ছিল না। কলমানি সুদের হারও ছিল কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন ৭ থেকে ৮ শতাংশের মধ্যে। এদিকে এটিএম বুথগুলোতে সমস্যার কারণে অনেকেই টাকা তুলতে পারেননি বলে অভিযোগ করেছেন। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের একটি শাখায় মশিউর রহমান নামের এক গ্রাহক জানালেন প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। চট্টগ্রামে অনলাইনের মাধ্যমে কিছু টাকা পাঠানো দরকার। দুপুর ১২টার আগে না দিতে পারলে আবার সেখান থেকে টাকা গ্রহণ করা যাবে না। মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা না তুলতে পেরে ক্ষোভ প্রকাশ করে আবু সিদ্দিক নামে এক গ্রাহক জানান, তিনটি বুথে গিয়েও টাকা তুলতে পারিনি। যে বুথেই যাই বলে পর্যাপ্ত টাকা নেই। একটিতে বলল নেটওয়ার্ক নেই। তিনি বলেন, যদি ঠিকমতো সেবা পাওয়া না যায় তাহলে এটিএম বুথ রেখে লাভ কী? সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, ব্যাংকগুলোর কাছে নগদ টাকার তেমন সংকট নেই। নগদ অর্থ সরবরাহ থাকায় কলমানি মার্কেট স্থিতিশীল রয়েছে। পূজা এবং ঈদ সামনে রেখে ব্যাংকগুলোতে টাকা উত্তোলনে গ্রাহক উপস্থিতি বাড়লেও তারল্য সংকটে পড়েনি ব্যাংকিং খাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।