আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল পিছিয়েছে জামায়াত

হরতাল পিছিয়েছে জামায়াত। সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার এই কর্মসূিচ পালন করবে দলটি। বিশ্ব ইজতেমা ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে কর্মসূচি পরিবর্তন করা হয়েছে বলে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত শেষে মুসলি্লদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল কর্মসূচি সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে। তবে সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.