আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লায় মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দীগলগাঁও গ্রামে দুবাই প্রবাসী আবদুল আজিজ খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশীরা প্রবাসীর স্ত্রী রুবিনা আক্তার ও মেয়ে রুমানাকে উদ্ধার করে। এ ব্যাপারে রুবিনা গতকাল তার শ্বশুর ও শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন।

রুবিনা জানান, তার শ্বশুর মোবারক হোসেন দ্বিতীয় স্ত্রী রফেজা খাতুনের প্ররোচনায় কয়েক মাস ধরে বসতভিটা ছাড়তে তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। এ ব্যাপারে গত ২৬ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে। এর জেরে বৃহস্পতিবার রাতে তার বসতঘরে আগুন দেওয়া হয়েছে। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আলম বলেন, ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.