পাকিস্তানের লাল মসজিদের ইমাম আবদুর রশিদ গাজী হত্যা মামলায় মুচলেকা হিসেবে ২ লাখ রুপি জমা দিয়ে মুক্তি পেয়েছেন দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। সোমবার এ মামলায় ইসলামাবাদের একটি আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন। এরপর গতকালই মুচলেকা হিসেবে ২ লাখ রুপি জমা দিয়েছেন তিনি। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এরই মধ্যে ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ আদালত তার মুক্তির জন্য লিখিত নির্দেশ দিয়েছেন। এর আগে এ আদালতের বিচারক ওয়াজিদ আলী জেনারেল মোশাররফকে মুচলেকার বিনিময়ে সোমবার জামিন দিতে সম্মত হয়েছিলেন। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।