আমাদের কথা খুঁজে নিন

   

বৃক্ষের আর্তনাদ (To Chop Down The Plane Tree- Nazim Hikmet)

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

গাছের গোড়ায় ওদের কুঠার নিরন্তর আঘাত হানে, ধ্বংস হয়ে যায় অবারিত সবুজ বন। পেট্রোল আর কেরোসিন ঢেলে- শত শত বাড়িঘর পুরে খাক করে দেয় ওরা ডানাভাঙা পাখিগুলো উড়তে পারেনি কোনোদিন, প্রতিবন্ধী জনতা কখনও শেখেনি চিন্তা করতে। এই হল আমার দেশের শেকড়- গাছের সবুজ পাতার জীবনীশক্তি লুকিয়ে থাকে শেকড়ের মাঝে, আশা ও স্বপ্নের স্থপতি, পাখির ডানার মত মুক্ত স্বাধীনতা, প্রবীণ বয়োজ্যেষ্ঠের অভিজ্ঞতা আর জ্ঞান; বারবার, এখানে সেখানে- শেকড় কেটে উপড়ে ফেলছে দুর্বৃত্ত, গাছগুলো বাড়তে শেখেনি, ডালপালা ছড়ায়নি পঁচে, শুকিয়ে ঝরে গেছে সব, ডানা গেছে ভেঙে, জাতির চিন্তাশক্তি আজ পরাহত, ভেড়ার পালের মত কসাইখানায় এরা হত্যা করেছে মানুষকে। এটাই এযুগের সবচেয়ে বড় সত্য। মূল: নাজিম হিকমত অনুবাদ: আম-আঁটির ভেঁপু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।