আমাদের কথা খুঁজে নিন

   

কফিশপ এবং অনুভূতি সমগ্রের ব্যবচ্ছেদ

তপ্ত মরু অবিরত ফোটায় ধূসর ফুল .... ভয় ঢেকে রাখে সত্যকে আলো আধারির আবরণে ...তবু আমি পথিক পথ চলি স্বপ্নের হাত ধরে ....অনন্তের পথে ... পথের শেষ দেখার আশায় ..

থেমে থাকা সময় , একটা কফির টেবিল , আবছায়ায় এক কোণায়-অস্পষ্ট , মুখোমুখি দুটো কফির মগ ধোঁয়া ওঠেঃ বরফ আর বাষ্প । খুব দ্রুত ছুটতে থাকে সময় , আপেক্ষিকতার সূত্রের হাত ধরে । চঞ্চল বা স্থির দু জোড়া চোখ , থেমে থাকা দু জোড়া ঠোঁট , বেড়ে চলা হৃদস্পন্দন । নীরবতা ভেঙে হঠাত্ দুজনের একসাথে কথা বলতে চাওয়া- ঘটনার আকস্মিকতায় থমকে যাওয়া দুজনেরই ! তারপর দুজনের নীরব হাসি , আর একে অপরকে বলতে বলা একে অপরের কথা শুনতে চাওয়া, সেই সব কথা যা বলতে চাওয়া , সেই সব কথা যা শুনতে চাওয়া । অথবা কখনো হয়তো একাকী উদাস বিকেল অথবা নীরব সন্ধ্যা, অপেক্ষায় অপেক্ষায় জমতে থাকা আবেগের , ভালবাসার বাষ্প । অথবা নিশ্চিত ব্যর্থ অপেক্ষায় একাকী জমাতে থাকা অভিমান , কফির মগের ফ্লেভার নোনতা করে অথবা কফির টেবিলে ফোঁটা ফোঁটা জলের কারুকার্য । কফিশপ , কফির টেবিল বা কফি টিকে থাকে স্মৃতি নিয়ে , স্বপ্নের হাতছানি নিয়ে , টেবিলে দুপ্রান্তের একজোড়া জীবন অথবা থেমে থাকা মুহূর্তে স্মৃতি রোমন্থন । সব নিয়ে ভালবাসায় কফিশপ টিকে থাকে জীবনের ইতিহাস হয়ে, টিকে থাকে ভালবাসা নিয়ে , টিকে থাকে স্মৃতি নিয়ে , টিকে থাকে অপেক্ষা নিয়ে , কোন একাকী একজনের স্মৃতি রোমন্থনে অথবা অনেকগুলো 'দুজনের' বা 'কয়েকজনের' সাথে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।