আমাদের কথা খুঁজে নিন

   

সড়কের গাছ কেটে ১৮ দলের অবরোধ

অবরোধের ৩য় দিনে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে গাছ কেটে ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীরা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগানসহ বেশ কিছু ককটেলের বিষ্ফোরন ঘটায়।

আজ বৃহস্পতিবার ভোর থেকে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাটা মোড়, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়, গৌরিনগর, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের, রাজনগর মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দি বাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটা মোড়ে জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম, বিএনপি নেতা রাইহানুল কবিরের নেতৃত্বে  ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কের গাছকেটে রাস্তায় ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় অবরোধকারীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.