আমাদের কথা খুঁজে নিন

   

ভয়াবহ সংকট

দশম সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিদ্যমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবং আরও কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অনুষ্ঠিতব্য নির্বাচন তার মাহাত্দ্য হারিয়েছে। এটিকে ক্ষমতাসীন মহাজোটের নির্বাচন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। মহাজোটের দ্বিতীয় প্রধান দল জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংকট আরও ঘনীভূত হলো। মহাজোটে খাতাপত্রে দেড় ডজন দল থাকলেও আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলোর সাংগঠনিক ক্ষমতা একেবারেই সীমিত। এসব দলের জাতীয় সংসদের কোনো আসনে জিতে আসার ক্ষমতা আছে কিনা সংশয়ের ব্যাপার। ফলে নির্বাচন কার্যত একদলীয় হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি সরে দাঁড়ানো সত্ত্বেও নির্বাচন নির্ধারিত সময়েই হবে। আওয়ামী লীগের এ সিদ্ধান্ত সাংবিধানিক দিক থেকে সঙ্গতিপূর্ণ হলেও তা যে বিদ্যমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে সে আশঙ্কাই করা হচ্ছে। নির্বাচন হলো জনগণের উৎসব। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে না পারলে সে নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে না। পরিস্থিতি এতটাই সংঘাত-সংকুল হয়ে দাঁড়িয়েছে যে, নির্বাচন কমিশন, নির্বাচন প্রার্থী, ভোটার কেউই নির্ভয়ে থাকার নিশ্চয়তা পাচ্ছেন না। লাগাতার হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও কর্মসূচিতে মানুষ এখন নির্বাচন নয়, নিজেদের জানমালের নিরাপত্তা নিয়েই ভাবছে। জননিরাপত্তা রক্ষার দায়দায়িত্ব সরকারের হলেও তা পালনে সরকারের ব্যর্থতা এতটাই প্রকট যে, তাদের ওপর ভরসা করে শতকরা কতভাগ লোক ভোট দিতে যাবে তা একটি প্রশ্নের বিষয়। আমরা মনে করি সংকট থেকে বেরিয়ে আসতে সরকার ও বিরোধী দলকে সংলাপের উদ্যোগ নিতে হবে। কীভাবে সব পক্ষের অংশগ্রহণে নির্বাচন করা যায় সে বিষয়ে ঐকমত্যে পেঁৗছতে হবে। রাজনীতিকদের মতপার্থক্য শুধু গণতন্ত্রই নয়, দেশের অর্থনীতি এমনকি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বিসংবাদ সৃষ্টি করেছে। যা আর বিস্তার হতে দেওয়া উচিত নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.