আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো স্মার্টফোনের গতি বাড়ানোর কিছু উপায়

পুরোনো স্মার্টফোনের গতি কমে যাওয়ায় ছোটখাটো কোনো কাজ করতেও মাঝে মাঝে অনেক সময় লেগে যায়। কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

ইন্টারনাল মেমোরির ওপর চাপ বেশি পড়লে অনেক সময় স্মার্টফোনের গতি কমে যায়। এ জন্য ফোনের ইন্টারনাল মেমোরি থেকে ছবি, এমপিথ্রি ফাইল, ভিডিও ফাইলগুলো সরিয়ে এক্সটার্নাল মেমোরিতে স্থানান্তর করা যেতে পারে। এ ক্ষেত্রে এসডি কার্ড হতে পারে আদর্শ সমাধান।

নিয়মিতভাবে ফার্মওয়্যার আপডেট না করলে স্মার্টফোনের গতি কমে যেতে পারে। কাজেই নিয়মিতভাবে ফার্মওয়্যার আপডেট করতে হবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

ভাইরাস কিংবা ম্যালওয়্যারের আক্রমণ থেকে সব সময় সতর্ক থাকতে হবে। এ জন্য স্মার্টফোনে ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।

এ ছাড়া কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্টফোনের গতি বাড়ানো সম্ভব।

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।