পরীক্ষা ও প্রশ্নপত্র ফাঁস যেন নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। ভূত তাড়াতে যে সরিষার প্রয়োজন সেই সরিষার মধ্যে ভূত থাকায় প্রশ্নপত্রের নিশ্ছিদ্র গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ফলে স্কুল পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র যেমন ফাঁস হচ্ছে তেমন ফাঁস হয়ে যাচ্ছে পাবলিক পরীক্ষার। পিএসসির প্রশ্নপত্রও গোপন থাকছে না। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অপেক্ষাকৃত যোগ্যদের বদলে নকলবাজরা ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। চাকরির ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁস যোগ্যদের বদলে অযোগ্যদের কপাল খুলে দিচ্ছে। এমনকি শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও ছড়িয়ে পড়ছে বিভিন্ন মাত্রার দুর্নীতি। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কঙ্বাজার, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেছেন, এসব জেলায় নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ১২ নভেম্বর একটি কমিটি গঠন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৭ জেলার পরীক্ষা বাতিল করা হয়। ৮ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগে ১ হাজার ৩৬২টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হয়। এতে ৯ লাখ ৬৮ হাজার ১২৭ জন অংশ নেন। পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে। বেশ কয়েকটি সেটের প্রশ্নে ওই পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হলেও এ অপকর্মের হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা মনে করি প্রশ্ন ফাঁসের সঙ্গে বিজি প্রেসের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সম্পর্ক রয়েছে। অপরাধীদের ব্যাপারে সরকারের নমনীয় ভূমিকার কারণে তারা একের পর এক অপরাধ করে চলেছে। যার অবসান হওয়াই উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।