মনোনয়ন দাখিলের সময় ১০ দিন বাড়ানোসহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় পার্টি। এ ছাড়া দ্রুত সেনা মোতায়েনের দাবিও জানিয়েছে দলটি। জাপার দাবিতে ইসির সাড়া না দেওয়ার ইঙ্গিত দিয়ে একজন নির্বাচন কমিশনার জানান, সময় বাড়ানোর কোনো পরিকল্পনা এখনো নেই। সময় বাড়াতে হলে সোমবার কোনো সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল এ বিষয়ে লিখিত আবেদন জানায়। দশম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। গত সোমবার সন্ধ্যায় সিইসি ৫ জানুয়ারি ভোটের সময়সূচি দিয়ে তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার সময় পান সাত দিন। জাপার দাবিগুলো হচ্ছে- ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় নির্ধারণ [১০ দিন বাড়ানো], ডিসি-এসপিসহ প্রশাসনের রদবদল, সেনাবাহিনীকে বিচারিক [ম্যাজিস্ট্রেসি] ক্ষমতা দেওয়া, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, মনোনয়নপত্র বাছাইয়ে ছোটখাটো ত্রুটি এড়িয়ে যাওয়া ও রেডিও-টিভিতে জাপা চেয়ারম্যানকে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেওয়া।
বিকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন দলে প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ সোহেল রানা, সদস্য সচিব এম এম ফয়সল চিশতীসহ ১০ সদস্যের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ফয়সল জানান, বিরোধী দলের অবরোধ-হরতালের কারণে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে সময়ের প্রয়োজন। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব বিবেচনা করে এ দাবি জানানো হয়েছে। সিইসি আমাদের জানান, তিনি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না; কমিশনারদের নিয়ে এ বিষয়ে আলোচনা করেই যা করার করতে হবে। তবে সময় বাড়ানোর কোনো ইঙ্গিত দেননি সিইসি। এখনো পরিকল্পনা নেই ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটের তারিখ অপরিবর্তি রাখতে চায় কমিশন। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার জানান, সোমবার বিকাল নাগাদ জাপার দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো সময় বাড়ানোর বিষয়ে কোনো মত দেননি তারা। তবে রাজনৈতিক সমঝোতা হলে সবকিছুই করার আছে সিইসির এমন বক্তব্য ধরে এ নির্বাচন কমিশনার জানান, এ ধরনের কিছু হলে ব্যতিক্রম কিছু হতে পারে।
ওই নির্বাচন কমিশনার বলেন, মহাজোটের এক সময়কার শরিক জাপার দাবিতে সাড়া দিলে ইসি সমালোচিত হবে আবারও। বিরোধী দল নির্বাচনে না এলে নতুন করে আর কোনো সিদ্ধান্ত নিতে চান না তারা। এ সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব [৪ ডিসেম্বর] ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল [৬ ডিসেম্বর] এর ঢাকা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত পেলে ইতিবাচক বিষয়ে ভাবতে পারে ইসি।
সিলেটে জাপার দুই এমপি প্রার্থীর বাসায় বোমা হামলা
নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবরুল হোসেন বাবুল ও সিলেট-৫ আসনের প্রার্থী এবং জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবি্বর আহমদের বাসায় বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে এ হামলার ঘটনা ঘটে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবি্বর আহমদের উপ-শহরের বাসা লক্ষ্য করে ৪-৫টি পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাসার নিচে রাখা তার পাজেরো জিপ ও বাসার দরজা-জানালায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বোমা হামলার সময় সাবি্বর আহমদ বাসায় ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া গতকাল দুপুর ১২টার দিকে সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকায় জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা বাবরুল হোসেন বাবুলের বাসায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তার বাসার জানালার গ্লাস ভেঙে সোফায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাবরুল হোসেন জানান, ৪-৫টি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন যুবক তার বাসায় এসে বোমা হামলা চালায়। তবে তাদের তিনি চিনতে পারেননি। নির্বাচনে প্রার্থী হওয়ায় তার বাসায় হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন জানান, পুলিশ দুটি ঘটনাস্থল থেকেই আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।