আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় রাসায়নিক সরঞ্জাম ধ্বংস

সিরিয়ার সরকার তার ঘোষিত রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মিশ্রণ ও সম্পূর্ণকরণ সরঞ্জামাদি ধ্বংস করেছে। দেশটিতে অবস্থানকারী আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শক দলের সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে। সিরিয়া শুধু রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জামাদি ধ্বংস করেছে বলে জানিয়েছে ওই আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শক দল। রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা অরর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডবি্লউ) গতকাল এক বিবৃতিতে আশা প্রকাশ করে জানিয়েছে, সিরিয়া তার নির্ধারিত সময়ের আগেই রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে। বিদ্রোহী গ্রুপ এবং সাধারণ মানুষের ওপর প্রেসিডেন্ট আসাদের বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এমন অভিযোগ আসার পর দেশটিতে আন্তর্জাতিক অস্ত্রপরিদর্শক দল অবস্থান করছে। অবশ্য সিরিয়া সরকার প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং দেশটির বিদ্রোহী বাহিনীকে দোষারোপ করে আসছে। এদিকে সিরিয়া তার রাসায়নিক অস্ত্র উৎপাদনের সরঞ্জামাদি ও উপাদান নষ্ট করলেও এখনই রাসায়নিক অস্ত্র ধ্বংস করেনি। তবে ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতা চুক্তি অনুযায়ী সিরিয়াকে তার নিজস্ব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের তদন্ত বিষয়ক সমঝোতার বিষয়ে একমত পোষণ করেছে আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শক দল। এর আগে যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক হামলার প্রায় সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। অন্যদিকে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সব অপরাধীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। যুদ্ধরত বিদ্রোহী ও কারাগারে আটক অপরাধীরা এ ক্ষমার আওতায় পড়বে বলে জানা গেছে। আসন্ন জেনেভা দ্বিতীয় সম্মেলনকে সামনে রেখে প্রেসিডেন্ট আসাদ এই সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তার এ ঘোষণা সরাসরি সম্প্রচারও করা হয়েছে। ক্ষমা ঘোষণায় বলা হয়েছে- মঙ্গলবারের আগ পর্যন্ত যেসব অপরাধী আটক হয়েছে তাদের জন্য এ ক্ষমা প্রযোজ্য হবে, তবে তা কীভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে আসাদ সরকারের বিস্তারিত পরিকল্পনা জানা যায়নি এবং এ পর্যন্ত কোনো বন্দী মুক্তি পেয়েছে কিনা তাও নিশ্চিত নয়। জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, জেনেভা সম্মেলনের সফলতা নির্ভর করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার ওপর। বিবিসি, এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.