বলিউডের সীমানা পেরিয়ে প্রিয়াংকা চোপড়ার পরিচিতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে গেছে অনেক আগেই। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে সংগীতশিল্পী হিসেবে আত্দপ্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার তার ভক্তের খাতায় নাম লিখিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট জোয়াখিম গকও। সম্প্রতি তিনি ভারত সফরে গেছেন। আর তার অনুরোধে প্রিয়াংকাকে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। জার্মানি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত বিশেষ ভোজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস দলপ্রধান সোনিয়া গান্ধী, প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ধনাঢ্য ব্যবসায়ী ও উদ্যোক্তা নন্দন নিলকানি প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।